রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সমুদয় (গীতবিতান)
এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে, এ মলিন মালা কে লইবে। ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে, এ চির বিষাদ কে বহিবে। সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান, এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে নীরব নিরাশা কে সহিবে।