রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সমুদয় (গীতবিতান)
ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণতরী তব পুরবে ছেড়ে দাও, আকাশ-পারাবার বুঝি হে পার হবে-- আমারে লও তবে, আমারে লও তবে।