রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সমুদয় (গীতবিতান)
পূর্বগগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণরাগে। শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক কর’ রে, অমৃতে ভর’ রে— অমিতপুণ্যভাগী কে জাগে কে জাগে॥