22 August, 2022

হৃদয়ের মণি আদরিনী মোর - রবীন্দ্র সঙ্গীত

 হৃদয়ের মণি আদরিনী মোর, 

হৃদয়ের মণি আদরিনী মোর 
আয় লো কাছে আয়।
     মিশাবি জোছনাহাসি রাশি রাশি 
 মৃদু মধু জোছনায়।
        মলয় কপোল চুমে ঢলিয়া 
পড়িছে ঘুমে,
        কপোলে নয়নে জোছনা 
মরিয়া যায়।
        যমুনালহরীগুলি চরণে 
কাঁদিতে চায়॥
    -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর