22 August, 2022

খুলে দে তরণী খুলে দে তোরা - রবীন্দ্র সঙ্গীত

 খুলে দে তরণী, খুলে দে তোরা

খুলে দে তরণী, খুলে দে তোরা, 
 স্রোত বহে যায় যে।
    মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে 
তরঙ্গ রঙ্গে— 
এই বেলা খুলে দে॥
        ভাঙিয়ে ফেলেছি হাল, 
 বাতাসে পুরেছে পাল,
         স্রোতোমুখে প্রাণ মন যাক 
ভেসে যাক—
             যে যাবি আমার সাথে 
 এই বেলা আয় রে॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ের মণি আদরিনী মোর - রবীন্দ্র সঙ্গীত

 হৃদয়ের মণি আদরিনী মোর, 

হৃদয়ের মণি আদরিনী মোর 
আয় লো কাছে আয়।
     মিশাবি জোছনাহাসি রাশি রাশি 
 মৃদু মধু জোছনায়।
        মলয় কপোল চুমে ঢলিয়া 
পড়িছে ঘুমে,
        কপোলে নয়নে জোছনা 
মরিয়া যায়।
        যমুনালহরীগুলি চরণে 
কাঁদিতে চায়॥
    -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় মোর কোমল অতি - রবীন্দ্র সঙ্গীত

হৃদয় মোর কোমল অতি

 হৃদয় মোর কোমল অতি, 
 সহিতে নারি রবির জ্যোতি,
         লাগিলে আলো শরমে 
ভয়ে মরিয়া যাই মরমে॥
     ভ্রমর মোর বসিলে পাশে 
 তরাসে আঁখি মুদিয়া আসে,
         ভূতলে ঝ’রে পড়িতে চাহি 
 আকুল হয়ে শরমে॥
     কোমল দেহে লাগিলে বায় 
 পাপড়ি মোর খসিয়া যায়,
         পাতার মাঝে ঢাকিয়া দেহ 
 রয়েছি তাই লুকায়ে।
     আঁধার বনে রূপের হাসি 
 ঢালিব সদা সুরভিরাশি,
         আঁধার এই বনের কোলে 
 মরিব শেষে শুকায়ে॥
   -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার - রবীন্দ্র সঙ্গীত

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

প্রাণের পাখিটি উড়িয়ে যাক

-
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার 
প্রাণের পাখিটি উড়িয়ে যাক। 
সে যে হেথা গান গাহে না! 
সে যে মোরে আর চাহে না! 
সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক— 
পাখিটি উড়িয়ে যাক॥ 
মুদিত নয়ন খুলিয়ে আমার 
সাধের স্বপন যায় রে যায়। 
হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া দিয়েছিনু 
তার বাহুতে বাঁধিয়া আপনার মনে 
কাঁদিয়া কাঁদিয়া ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়, 
সাধের স্বপন যায় রে যায়॥ 
যে যায় সে যায়, ফিরিয়ে না চায়, 
যে থাকে সে শুধু করে হায় হায়— 
নয়নের জল নয়নে শুকায়— 
মরমে লুকায় আশা। 
বাঁধিতে পারে না আদরে সোহাগে— 
রজনী পোহায়, ঘুম হতে জাগে, 
হাসিয়া কাঁদিয়া বিদায় সে মাগে— 
আকাশে তাহার বাসা। 
যায় যদি তবে যাক। 
একবার তবু ডাক্‌। 
কী জানি যদি রে প্রাণ কাঁদে তার 
তবে থাক্‌, তবে থাক্‌॥ 
-
প্রেম ও প্রকৃতি 
— রবীন্দ্রনাথ ঠাকুর 

15 August, 2022

ও কথা বোলো না তারে কভু সে কপট না রে

ও কথা বোলো না তারে
 কভু সে কপট না রে

-
 ও কথা বোলো না তারে, 
 কভু সে কপট না রে—
             আমার কপাল-দোষে চপল সেজন।
     অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
             সদাই মনের মতো করে অন্বেষণ।
             ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
     মনে মনে জানিত সে সত্য বুঝি 
ভালোবাসে—
             বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
             হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
     সে হাসি কি সত্য নয়। 
 সে যদি কপট হয়
             তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
     ও কথা বোলো না তারে— 
 কভু সে কপট না রে,
             আমার কপাল-দোষে চপল সেজন।
     প্রেমমরীচিকা হেরি ধায় 
সত্য মনে করি,
             চিনিতে পারে নি সে যে 
আপনার মন॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

শুন নলিনী খোলো গো আঁখি

 শুন নলিনী খোলো গো আঁখি

-
শুন নলিনী, খোলো গো আঁখি—
          ঘুম এখনো ভাঙিল না কি!
          দেখো, তোমারি দুয়ার-’পরে
          সখী, এসেছে তোমারি রবি॥
          শুনি প্রভাতের গাথা মোর
          দেখো ভেঙেছে ঘুমের ঘোর,
      জগত উঠেছে নয়ন মেলিয়া 
নূতন জীবন লভি।
তবে তুমি কি সজনী জাগিবে নাকো,
               আমি যে তোমারি কবি॥
          প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,
              প্রতিদিন গান গাহি—
          প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
              ধীরে ধীরে উঠ চাহি।
          আজিও এসেছি, চেয়ে দেখো দেখি
              আর তো রজনী নাহি।
          আজিও এসেছি, উঠ উঠ সখী,
              আর তো রজনী নাহি।
          সখী, শিশিরে মুখানি মাজি
          সখী, লোহিত বসনে সাজি
দেখো বিমল সরসী-আরশির ’
পরে অপরূপ রূপরাশি।
          থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
          নিজ মুখছায়া আধেক হেরিয়া
       ললিত অধরে উঠিবে ফুটিয়া 
শরমের মৃদু হাসি॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

ওই কথা বলো সখী বলো আর বার

 ওই কথা বলো সখী বলো 

আর বার

-
 ওই কথা বলো সখী, 
 বলো আর বার—
        ভালোবাস মোরে তাহা 
বলো বার বার।
           কতবার শুনিয়াছি, 
 তবুও আবার যাচি—
              ভালোবাস মোরে তাহা 
বলো গো আবার॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

পাগলিনী তোর লাগি কী আমি করিব বল

 পাগলিনী, তোর লাগি 

কী আমি করিব বল্‌

-
পাগলিনী, তোর লাগি 
 কী আমি করিব বল্‌।
     কোথায় রাখিব তোরে খুঁজে 
না পাই ভূমণ্ডল।
     আদরের ধন তুমি, 
 আদরে রাখিব আমি—
     আদরিনী, তোর লাগি 
 পেতেছি এ বক্ষস্থল।
     আয় তোরে বুকে রাখি— 
তুমি দেখো, আমি দেখি—
     শ্বাসে শ্বাস মিশাইব, 
আঁখিজলে আঁখিজল॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

গোলাপ ফুল ফুটিয়ে আছে

 গোলাপ ফুল ফুটিয়ে আছে, 

 মধুপ, হোথা যাস নে—

     ফুলের মধু লুটিতে গিয়ে 

 কাঁটার ঘা খাস নে॥

     হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি 

হোথা ফুটিয়ে—

     ওদের কাছে মনের ব্যথা বল্‌ রে 

মুখ ফুটিয়ে॥

     ভ্রমর কহে, ‘হোথায় বেলা 

 হোথায় আছে নলিনী—

     ওদের কাছে বলিব নাকো 

 আজিও যাহা বলি নি।

     মরমে যাহা গোপন আছে 

 গোলাপে তাহা বলিব—

     বলিতে যদি জ্বলিতে হয় 

 কাঁটারই ঘায়ে জ্বলিব।’

    

-

প্রেম ও প্রকৃতি

— রবীন্দ্রনাথ ঠাকুর

বলি ও আমার গোলাপ বালা

বলি ও আমার গোলাপ-বালা

-
 বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার 
গোলাপ-বালা—
তোলো মুখানি, তোলো মুখানি— 
কুসুমকুঞ্জ করো আলা।
বলি, কিসের শরম এত! সখী, 
 কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি 
কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, 
 ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায় দিক্‌বালারা সবে— 
 ঘুমায় জগৎ যত।
      বলিতে মনের কথা, সখী, 
 এমন সময় কোথা।
প্রিয়ে, তোলো মুখানি, আছে গো 
আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে, সখী, 
 কহিব তোমার কানে—
প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে 
পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও, 
 সুধীরে মুখানি তুলিয়ে চাও।
সখী, একটি চুম্বন দাও— 
গোপনে একটি চুম্বন চাও॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

তোরা বসে গাঁথিস মালা তারা গলায় পরে

 তোরা বসে গাঁথিস মালা, 
 তারা গলায় পরে

-
-
তোরা বসে গাঁথিস মালা, 
 তারা গলায় পরে।
     কখন যে শুকায়ে যায়, 
 ফেলে দেয় রে অনাদরে॥
     তোরা সুধা করিস দান, 
 তারা শুধু করে পান,
     সুধায় অরুচি হলে ফিরেও তো 
নাহি চায়—
     হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে 
চলে যায়॥
     তোরা কেবল হাসি দিবি, 
 তারা কেবল বসে আছে—
     চোখের জল দেখিলে তারা আর তো 
রবে না কাছে।
     প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের 
আগুন প্রাণে ঢেকে
     পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা 
হাসি হেসে—
     বুক ফেটে, কথা না ব’লে,
শুকায়ে পড়িবি শেষে॥
    -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস

 কেন গো সে মোরে যেন 
করে না বিশ্বাস

-
কেন গো সে মোরে যেন 
করে না বিশ্বাস।
        কেন গো বিষণ্ণ আঁখি আমি যবে 
কাছে থাকি,
        কেন উঠে মাঝে মাঝে 
 আকুল নিশ্বাস।
        আদর করিতে মোরে 
চায় কতবার,
        সহসা কী ভেবে যেন ফেরে 
সে আবার।
        নত করি দু নয়নে কী যেন 
বুঝায় মনে,
        মন সে কিছুতে যেন পায় 
না আশ্বাস।
        আমি যবে ব্যগ্র হয়ে ধরি 
তার পাণি
        সে কেন চমকি উঠি লয় 
তাহা টানি।
        আমি কাছে গেলে হায় সে কেন গো 
সরে যায়—
        মলিন হইয়া আসে 
অধর সহাস॥
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

মন হতে প্রেম যেতেছে শুকায়ে

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, 
জীবন হতেছে শেষ।

-
 মন হতে প্রেম যেতেছে শুকায়ে, 
জীবন হতেছে শেষ।
      শিথিল কপোল, মলিন নয়ন, 
তুষারধবল কেশ।
      পাশেতে আমার নীরবে পড়িয়া 
অযতনে বীণাখানি—
      বাজাবার বল নাহিক এ হাতে, 
জড়িমাজড়িত বাণী।
      গীতিময়ী মোর সহচরী বীণা, 
হইল বিদায় নিতে।
      আর কি পারিবি ঢালিবারে তুই 
অমৃত আমার চিতে।
      তবু একবার, আর-একবার, 
ত্যজিবার আগে প্রাণ
      মরিতে মরিতে গাইয়া লইব 
সাধের সে-সব গান।
      দুলিবে আমার সমাধি-উপরে 
তরুগণ শাখা তুলি—
      বনদেবতারা গাহিবে তখন মরণের 
গানগুলি॥
-
প্রেম ও প্রকৃতি 
— রবীন্দ্রনাথ ঠাকুর
-

গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মোহনে

গিয়াছে সে দিন যে দিন হৃদয়
রূপেরই মোহনে আছিল মাতি

গিয়াছে সে দিন যে দিন হৃদয়
রূপেরই মোহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন—
‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন
হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায়
বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের স্বপন
মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না—
তেমন কিছুই আসিবে না॥
সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে
প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মোর শ্যামল করিয়া
এখনো হৃদয়ে বিরাজে তাহা।
সে প্রতিমা সেই পরিমলসম
পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন যেমন
পলকে মিশায়ে যায়।
অলসপ্রবাহ জীবনে আমার
সে কিরণ কভু ভাসিবে না আর—
সে কিরণ কভু ভাসিবে না—
সে কিরণ কভু ভাসিবে না॥
-
প্রেম ও প্রকৃতি 
— রবীন্দ্রনাথ ঠাকুর,
-

12 August, 2022

tomar halo shuru Lyrics, তোমার হল শুরু আমার হল সারা

tomar halo shuru Lyrics 
তোমার হল শুরু আমার হল সারা লিরিক্স 


 তোমার হল শুরু, 
 আমার হল সারা-- 
তোমায় আমায় মিলে 
 এমনি বহে ধারা ॥ 
— রবীন্দ্রনাথ ঠাকুর
-

রবীন্দ্রনাথের বাণী, উক্তি, Rabindranath


05 August, 2022

Ami Nishidin Tomay Bhalobashi - আমি নিশিদিন তোমায় ভালোবাসি

Ami Nishidin Tomay Bhalobashi 

আমি নিশিদিন তোমায় ভালোবাসি।

-
আমি নিশিদিন তোমায় ভালোবাসি,
তুমি অবসরমত বাসিয়ো।
নিশিদিন হেথায় বসে আছি,
তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥
আমি সারানিশি তোমা-লাগিয়া
রব বিরহশয়নে জাগিয়া--
তুমি নিমেষের তরে প্রভাতে
এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥
তুমি চিরদিন মধুপবনে
চির-বিকশিত বনভবনে
যেয়ো মনোমত পথ ধরিয়া
তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো।
যদি তার মাঝে পড়ি আসিয়া
তবে আমিও চলিব ভাসিয়া,
যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী--
মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
.
রাগ: মিশ্র গৌরী
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

আমার পরান যাহা চায় তুমি তাই - Amar Poran Jaha Chai

 আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। 
তোমা ছাড়া আর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। 
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, 
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। 
যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, 
তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো। 
রাগ: পিলু তাল: ত্রিতাল 
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ 
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং 
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর