আমার সকল নিয়ে বসে আছি
সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি
পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা, যায় যে দেখে —
ভালোবাসে আড়াল থেকে —
আমার মন মজেছে সেই গভীরের গোপন
ভালোবাসায়॥
আমার সকল নিয়ে বসে আছি
সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি
পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা, যায় যে দেখে —
ভালোবাসে আড়াল থেকে —
আমার মন মজেছে সেই গভীরের গোপন
ভালোবাসায়॥
গোলাপ ফুল ফুটিয়ে আছে,
মধুপ, হোথা যাস নে—
ফুলের মধু লুটিতে গিয়ে
কাঁটার ঘা খাস নে॥
হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি
হোথা ফুটিয়ে—
ওদের কাছে মনের ব্যথা বল্ রে
মুখ ফুটিয়ে॥
ভ্রমর কহে, ‘হোথায় বেলা
হোথায় আছে নলিনী—
ওদের কাছে বলিব নাকো
আজিও যাহা বলি নি।
মরমে যাহা গোপন আছে
গোলাপে তাহা বলিব—
বলিতে যদি জ্বলিতে হয়
কাঁটারই ঘায়ে জ্বলিব।’
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর
Ami Nishidin Tomay Bhalobashi
আমি নিশিদিন তোমায় ভালোবাসি।
-
আমি নিশিদিন তোমায় ভালোবাসি,
তুমি অবসরমত বাসিয়ো।
নিশিদিন হেথায় বসে আছি,
তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥
আমি সারানিশি তোমা-লাগিয়া
রব বিরহশয়নে জাগিয়া--
তুমি নিমেষের তরে প্রভাতে
এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥
তুমি চিরদিন মধুপবনে
চির-বিকশিত বনভবনে
যেয়ো মনোমত পথ ধরিয়া
তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো।
যদি তার মাঝে পড়ি আসিয়া
তবে আমিও চলিব ভাসিয়া,
যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী--
মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
.
রাগ: মিশ্র গৌরী
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889