রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সমুদয় (গীতবিতান)
বিশ্ব সদা তোমার কাছে ইশারা করে কত, তুমিও তারে ইশারা দাও আপন মনোমত। বিধির সাথে কেমন ছলে নীরবে তব আলাপ চলে, সৃষ্টি বুঝি এমনিতরো ইশারা অবিরত।