01 October, 2022

আমার সকল নিয়ে বসে আছি - Amar Sokol Neya Bose Asi

আমার সকল নিয়ে বসে আছি 

সর্বনাশের আশায়। 

আমি তার লাগি পথ চেয়ে আছি 

পথে যে জন ভাসায়॥ 

যে জন দেয় না দেখা, যায় যে দেখে — 

ভালোবাসে আড়াল থেকে —

আমার মন মজেছে সেই গভীরের গোপন 

ভালোবাসায়॥

22 August, 2022

খুলে দে তরণী খুলে দে তোরা - রবীন্দ্র সঙ্গীত

 খুলে দে তরণী, খুলে দে তোরা

খুলে দে তরণী, খুলে দে তোরা, 
 স্রোত বহে যায় যে।
    মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে 
তরঙ্গ রঙ্গে— 
এই বেলা খুলে দে॥
        ভাঙিয়ে ফেলেছি হাল, 
 বাতাসে পুরেছে পাল,
         স্রোতোমুখে প্রাণ মন যাক 
ভেসে যাক—
             যে যাবি আমার সাথে 
 এই বেলা আয় রে॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ের মণি আদরিনী মোর - রবীন্দ্র সঙ্গীত

 হৃদয়ের মণি আদরিনী মোর, 

হৃদয়ের মণি আদরিনী মোর 
আয় লো কাছে আয়।
     মিশাবি জোছনাহাসি রাশি রাশি 
 মৃদু মধু জোছনায়।
        মলয় কপোল চুমে ঢলিয়া 
পড়িছে ঘুমে,
        কপোলে নয়নে জোছনা 
মরিয়া যায়।
        যমুনালহরীগুলি চরণে 
কাঁদিতে চায়॥
    -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় মোর কোমল অতি - রবীন্দ্র সঙ্গীত

হৃদয় মোর কোমল অতি

 হৃদয় মোর কোমল অতি, 
 সহিতে নারি রবির জ্যোতি,
         লাগিলে আলো শরমে 
ভয়ে মরিয়া যাই মরমে॥
     ভ্রমর মোর বসিলে পাশে 
 তরাসে আঁখি মুদিয়া আসে,
         ভূতলে ঝ’রে পড়িতে চাহি 
 আকুল হয়ে শরমে॥
     কোমল দেহে লাগিলে বায় 
 পাপড়ি মোর খসিয়া যায়,
         পাতার মাঝে ঢাকিয়া দেহ 
 রয়েছি তাই লুকায়ে।
     আঁধার বনে রূপের হাসি 
 ঢালিব সদা সুরভিরাশি,
         আঁধার এই বনের কোলে 
 মরিব শেষে শুকায়ে॥
   -
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার - রবীন্দ্র সঙ্গীত

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

প্রাণের পাখিটি উড়িয়ে যাক

-
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার 
প্রাণের পাখিটি উড়িয়ে যাক। 
সে যে হেথা গান গাহে না! 
সে যে মোরে আর চাহে না! 
সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক— 
পাখিটি উড়িয়ে যাক॥ 
মুদিত নয়ন খুলিয়ে আমার 
সাধের স্বপন যায় রে যায়। 
হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া দিয়েছিনু 
তার বাহুতে বাঁধিয়া আপনার মনে 
কাঁদিয়া কাঁদিয়া ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়, 
সাধের স্বপন যায় রে যায়॥ 
যে যায় সে যায়, ফিরিয়ে না চায়, 
যে থাকে সে শুধু করে হায় হায়— 
নয়নের জল নয়নে শুকায়— 
মরমে লুকায় আশা। 
বাঁধিতে পারে না আদরে সোহাগে— 
রজনী পোহায়, ঘুম হতে জাগে, 
হাসিয়া কাঁদিয়া বিদায় সে মাগে— 
আকাশে তাহার বাসা। 
যায় যদি তবে যাক। 
একবার তবু ডাক্‌। 
কী জানি যদি রে প্রাণ কাঁদে তার 
তবে থাক্‌, তবে থাক্‌॥ 
-
প্রেম ও প্রকৃতি 
— রবীন্দ্রনাথ ঠাকুর 

15 August, 2022

ও কথা বোলো না তারে কভু সে কপট না রে

ও কথা বোলো না তারে
 কভু সে কপট না রে

-
 ও কথা বোলো না তারে, 
 কভু সে কপট না রে—
             আমার কপাল-দোষে চপল সেজন।
     অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
             সদাই মনের মতো করে অন্বেষণ।
             ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
     মনে মনে জানিত সে সত্য বুঝি 
ভালোবাসে—
             বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
             হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
     সে হাসি কি সত্য নয়। 
 সে যদি কপট হয়
             তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
     ও কথা বোলো না তারে— 
 কভু সে কপট না রে,
             আমার কপাল-দোষে চপল সেজন।
     প্রেমমরীচিকা হেরি ধায় 
সত্য মনে করি,
             চিনিতে পারে নি সে যে 
আপনার মন॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর

শুন নলিনী খোলো গো আঁখি

 শুন নলিনী খোলো গো আঁখি

-
শুন নলিনী, খোলো গো আঁখি—
          ঘুম এখনো ভাঙিল না কি!
          দেখো, তোমারি দুয়ার-’পরে
          সখী, এসেছে তোমারি রবি॥
          শুনি প্রভাতের গাথা মোর
          দেখো ভেঙেছে ঘুমের ঘোর,
      জগত উঠেছে নয়ন মেলিয়া 
নূতন জীবন লভি।
তবে তুমি কি সজনী জাগিবে নাকো,
               আমি যে তোমারি কবি॥
          প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,
              প্রতিদিন গান গাহি—
          প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
              ধীরে ধীরে উঠ চাহি।
          আজিও এসেছি, চেয়ে দেখো দেখি
              আর তো রজনী নাহি।
          আজিও এসেছি, উঠ উঠ সখী,
              আর তো রজনী নাহি।
          সখী, শিশিরে মুখানি মাজি
          সখী, লোহিত বসনে সাজি
দেখো বিমল সরসী-আরশির ’
পরে অপরূপ রূপরাশি।
          থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
          নিজ মুখছায়া আধেক হেরিয়া
       ললিত অধরে উঠিবে ফুটিয়া 
শরমের মৃদু হাসি॥
    
-
প্রেম ও প্রকৃতি
— রবীন্দ্রনাথ ঠাকুর